রেহেনা আক্তারের নতুন কবিতা ” গা-,ছাড়া “।

0 ৬৮৮,০৮৩

গা-ছাড়া
রেহেনা আকতার

যখন তোমায় খুব করে মন চাইতো,তখন তোমার প্রতিটি ভুল,পলকে ফুলে রূপ নিতো।
তোমার নিছক প্রলাপোক্তিগুলোও মধুর আলাপ মনে হতো,
তোমার অতি নগণ্য কষ্ট’টিও ছিলো আমার কাছে, হেমলকের চুমুক সম।

আর তোমার প্রতি আমার যে অনুভূতি…
সে এক অদ্ভুত ভালোলাগা,স্বর্গীয় শিহরণ,
যেনো সুখে থাকার অব্যর্থ মন্ত্র,বেঁচে থাকার মূখ্য কারণ! যা সত্যিই অবর্ণনীয়!!

তাই তো তিয়াসী মন ছলাকলা সব বুঝেও,না বুঝার ভানে- আরও একধাপ এগিয়ে যেতো জোর কদমে, ব্যথার সাতকাহন দুর্গম হিমালয় ডিঙিয়ে।

কিন্তু তুমি….,তুমি ছিলে বড্ড ‘গা-ছাড়া’!
সম্পর্কের গুরুত্ব আমার কাছে অসীম হলেও
তোমার কাছে ছিলো বরাবরই অসার!

আর তাই অবজ্ঞার যাঁতাকলে পিষ্ট হতে হতে সমস্ত আশা,প্রত্যাশা,ভালোবাসা এমন কি সুক্ষ্ম অনুভূতিটুকুও এক সময় ধূলিসাৎ হয়েছিলো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!