রোগীর শ্বাসকষ্ট লাঘবে দ্রুত অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় ছুটে গেলেন চান্দগাঁও থানা পুলিশ।

0 ২৩৩

রোগীর শ্বাসকষ্ট লাঘবে দ্রুত অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় ছুটে গেলেন চান্দগাঁও থানা পুলিশ।মাসুদ আহমেদ তার মোবাইল নাম্বার হতে চান্দগাঁও থানায় জানা যে তার মেয়ে সাইমা সাদিয়া(১৪)শ্বাস কষ্টে ভুগছেন।ডাক্তার এর পরামর্শ অনুযায়ী তার দ্রুত অক্সিজেন প্রয়োজন।ঈদ উল আযহার ছুটি ও লক ডাউন এর কারণে তিনি কোথাও অক্সিজেন না পেয়ে চান্দগাঁও থানায় ফোন করেছেন।

বিষয়টি জানা মাত্রই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান এর নির্দেশে ডিউটিরত অফিসার এসআই মোঃ আব্দুল কু্দ্দুস সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষনিক চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকায় মাসুদ আহমেদ এর বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান এবং সংবাদদাতার মেয়ে সাইমা সাদিয়া(১৪)কে অক্সিজেন সিলিন্ডার হতে গ্যাস নেওয়ার ব্যবস্থা করেন।

উল্লেখ্য যে করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে সকল থানা থেকে একযোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে।নগরীর জনসাধারণকে অক্সিজেনের জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!