লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়ন মনির হোসেনের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ।

0 ২২৭

জসিম উদ্দীন (রুবেল),চট্টগ্রামঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী সেচ্ছােবকলীগের ১২ নং চরশাহী ইউনিয়নের যুগ্ন আহবায়ক মনির হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

০১/০৯/২০২০ ইংরোজ মঙ্গলবার সকবল ১১ঘটিকার সময় লক্ষীপুর জেলার ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে এসব ফলজ গাছ বিতরন করা হয়।

ইউনিয়ন সেচ্ছােবকলীগের যুগ্ন আহবায়ক মোঃমনির হোসেন জানান এফ এম ফাউন্ডেশনের সৌজন্য চরশাহী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড সেচ্ছােবকলীগের সভাপতি/ সম্পাদক এর মাধ্যমে ফলজ গাছ বিতরন করা হয়। উক্ত কর্মসূচি পালন করতে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন ১২ নং চরশাহী ইউনিয়নে দুই দুইবার জনগনের ভোটে নির্বাচিত এবং সফল চেয়ারম্যান গোলজার মোহাম্মদ,চন্দ্রগন্জ থানা সেচ্ছােবকলীগের সাধারণ সম্পাদক বাবুল আনছারি,১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রবিন,১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্য মোঃরফিক মেম্বার,১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম ভুট্টু,১২ নং চরশাহী ইউনিয়ন সেচ্ছােবকলীগের আহবায়ক মোঃ শাহাদত,১২ নং চরশাহী ইউনিয়ন সেচ্ছােবকলীগের যুগ্ম আহবায়ক দিদার হোসেন বাবলু,যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মিলন,যুগ্ম আহবায়ক এমরান হোসেন সহ,মোঃশরিফুল ইসলাম মোহন কপিল ঊদ্দিন কলেজ ছাত্রলীগ,মোঃহারুনুর রশিদ,জনতা কলেজ ছাত্রলীগ,মোঃরাসেল মাহামুদ নিরব সহ ১২নং চরশাহী ইউনিয়ন ছাত্রলীগ,আওয়ামিলীগের,যুবলীগ,ছাত্রলীগ সহ সর্বসাধারণ।

১২ নং চরশাহী ইউনিয়ন সেচ্ছােবকলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বলেন,চলমান এই মহামারী পরিস্থিতিতে যেহেতু বিভিন্ন পেশার মানুষ কিছুটা অলস সময় পার করছেন তাই সময়ের উপযুক্ত ব্যবহার করতে যার যার অবস্থান থেকে বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপনের পাশাপাশি কৃষিতে কিছুটা মনোনিবেশের জন্যে সবার প্রতি আহবান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!