‘শরিফুল টিউন সেট করে দিয়েছে, জয়-শান্তর জুটিটা গুরুত্বপূর্ণ’

0 ১১৬

প্রথমদিন কিউইদের ৫ উইকেট ফেলা হলেও দ্বিতীয়দিন প্রথম সকালেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি তোপে পড়ে মাত্র ৩২৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। মিরাজ নেন ৩ উইকেট।এরপর ব্যাট হাতেও দুর্দান্ত খেলা দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।২ উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের হয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।সেখানেই মেহেদী জানালেন, তিনি নিজে ৩ উইকেট নিলেও শুরুটা দারুণ করেছিলেন তরুণ পেসার শরিফুল ইসলাম।এরপর শান্ত এবং জয়ের ১০৪ রানের জুটিটার কথাও উল্লেখ করলেন তিনি।যে জুটির ওপর ভর করে বাংলাদেশ ব্যাটিংয়ে দারুণ একটা সূচনা পেয়েছে।

মিরাজ মনে করেন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বোলিং করা খুব কঠিন ছিল।বিশেষ করে স্পিনারদের জন্য। তিনি বলেন,‘আমাদের স্পিনারদের জন্য ভাল উইকেটটা।পেস বোলাররাও রান দেয়নি। যদিও এই কন্ডিশনে স্পিন বল করা কঠিনই ছিল।আমি পুরোটা সময় ধৈর্য্য রাখতে চেয়েছি। ঠিক জায়গায় বল ফেলেছি।তিন রানের নিচে রাখতে চেয়েছি।এটাই হচ্ছে বিষয়।’

দ্বিতীয় উইকেট জুটিতে এমন ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল মনে করেন মিরাজ।তিনি বলেন,‘আমাদের বোলাররা কাল(প্রথম দিন) ও আজ (দ্বিতীয় দিন) ভাল করেছে।ব্যাটাররাও খুব ভাল করছে।দ্বিতীয় উইকেট জুটিটা গুরুত্বপূর্ণ ছিল।বোলারদের মধ্যে শরিফুল টিউন সেট করে দিয়েছে।৩ উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয় আর শান্তর জুটিটা।’

সকালে কী চিন্তু করে দিন শুরু করেছিলেন?জবাবে মিরাজ বলেন,‘আমরা যখন প্রথমে শুরু করেছিলাম আমাদের ৫ উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটা দ্রুত করতে সক্ষম হয়েছি।ব্যাটিংয়ে জুটি খুব ভাল হয়েছে।জয়-শান্ত যে জুটি করেছে আলহামুদুলিল্লাহ।আমাদের দলের জন্য খুব ভাল হয়েছে।দেখুন,বেশ কিছুদিন ধরে উপর থেকে কোন জুটি হচ্ছিল না।এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস এনে দিবে।এখনো অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’

তরুণ ব্যাটার জয়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মিরাজ।তিনি বলেন,‘জয় অনেক ভাল ব্যাট করেছে,ইতিবাচক ছিল।ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না।ও খুব ভাল মানিয়ে নিয়েছে।আমরা জানি জয় খুব ভাল খেলোয়াড়।আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার।ওখানে ভাল খেলেছে, ঘরোয়াতে ভাল খেলে এসেছে জাতীয় দলে।ওর মাত্রই শুরু,বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে।দলের জন্য ভাল হয়েছে,ওর নিজের ক্যারিয়ারের জন্য ভাল হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!