
হাছান মাহমুদ আরও বলেন,দুর্নীতি,অনাচার-অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেছিল।স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল,যারা দুর্নীতিতে পরপর পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল,হাওয়া ভবন প্রতিষ্ঠা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছে,দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য বানিয়েছিল,সেই বিএনপি–জামায়াতের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে।কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম,যে স্লোগান ও বক্তব্য দিয়ে তারা সরকার গঠন করেছিল,তারাই আবার সেই অন্যায়-অবিচারের মধ্যে যুক্ত হয়ে গেল।’
তথ্যমন্ত্রী বলেন,তখন আমাদের দলের অনেক বড় নেতা বেসুরে কথা বলেছেন কিন্তু তৃণমূলে দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন।সে সময় আমাদের শ্রদ্ধাভাজন নেতা জিল্লুর রহমান অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছিলেন।নেত্রী যখন কারাগারে,তখন জিল্লুর রহমান ছিলেন আমাদের অফুরন্ত প্রেরণার উৎস।