সন্দ্বীপের ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদ।

0 ৮৭৫,৫৬১

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি নিয়ে ১২ জানুয়ারি অফিসার্স ক্লাবে সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা দিদারুল আলম বলেন,আমরা ইউএনও মহোদয়কে কখনো ইসলাম বিদ্বেষী কথা বলতে দেখিনি।ইউএনও মহোদয় ভিন্ন ধর্মের হওয়ায় কিছু দুষ্কৃতিকারী ওনাকে ইসলাম বিদ্বেষী ও ইসকন সদস্য বলে উনার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে।আমরা যাছাই করে দেখলাম ইউএনও মহোদয় তাদেরকে অনৈতিক সুবিধা দেয়নি বলে অপপ্রচার করছে।আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইউএনও মহোদয়ের পাশে আছি থাকবো।

সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন বলেন,ইউএনও মহোদয় ৫ আগস্টের পূর্ববর্তী সময় হতে দক্ষতার সাথে সন্দ্বীপ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা করে চলেছেন।ওনার মানবিক কাজ গুলো আমাদের নজরে এসেছে।ওনার বিরুদ্ধে অভিযোগের কোন প্রমান তারা দেখাতে পারেনি।তাই আগামী ২৪ ঘন্টা মধ্যে ইউএনও মহোদয়ের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে আগামী শনিবার বিক্ষোভ সমাবেশ করবে সন্দ্বীপ ইমাম খতিব মুয়াল্লিম ঐক্য পরিষদ।

ঐ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি মাওলানা আমিন রসুল রিয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ,অর্থ সম্পদক হাফেজ মনির,প্রচার সম্পাদক হাফেজ আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য মাওলানা মাইনউদ্দিন,হাফেজ ইসমাইল,হাফেজ আবুল খায়ের,হাফেজ আব্দুর রহমান,হাফেজ আব্দুল আজিজ মাওলানা আবুল বশার প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!