সন্দ্বীপের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর র‍্যাবের হাতে আটক

0 ৭০০,০০৩

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশ্রাফকে দীর্ঘ ১০ বছর পর সীতাকুন্ড থেকে গ্রেফতার করছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানার মামলা নং-০১(৮)১৫,ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশ্রাফ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক ফৌনে ছয়টায় র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন শুকলাল হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আশ্রাফ(৩৫),পিতা-আবদুল মোতালেব প্রকাশ মানিক,সাং-মগধরা,থানা-সন্দ্বীপ,জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরে সীতাকুণ্ড থানা থেকে চট্টগ্রামের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে,যাবজ্জীবন সাজা হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন ১০ বছর ধরে আসামি আশ্রাফ।শেষ রক্ষা হলো না।র‍্যাবের অভিযানে ১০ বছর পর সীতাকুণ্ড থেকে গ্রেফতার হলেন আশ্রাফ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!