
৫১ পিস ইয়াবা সহ মিল্লাদ(৪৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।সে মগধরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুল কালামের পুত্র।জানা গেছে,মিলাদ একসময় গাঁজা ব্যবসায় জড়িত ছিল।
গোপন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সন্দ্বীপ থানার এস.আই মুসলিমের নেতৃত্বে পুলিশ মগধরা আদর্শ পাড়ায় অভিযান চালায়।এ সময় একটি চায়ের দোকানের ঝুপড়ি থেকে মিল্লাদকে আটক করতে সক্ষম হয় পুলিশ।সন্দ্বীপ থানার অফিসার ইন চার্জ শহিদুল ইসলাম জানান,আটক মিলাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।