সন্দ্বীপে এফডিএমএন’স ও বাংলাদেশী জনগোষ্ঠীর মাঝে ১ হাজার খাদ্য ঝুড়ি বিতরন সম্পন্ন।

0 ১৮৫

বাদল রায় স্বাধীনঃ কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বাংলাদেশে বসবাসরত ৮৫ হাজার অসচ্ছল পরিবার এবং এফডিএমএন রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প ২০২১ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ০৪ জুন সন্দ্বীপ উপজেলাধীন মগধরা ৫নং ওয়ার্ড মুন্সী আবদুল মালেকের বাড়িতে ১ হাজার অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যবক্স বিতরণ করা হয়।

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চলমান এ প্রকল্পের খাদ্য ঝুড়ি বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন জমির এবং বিশেষ অতিথি ছিলেন ড. ত্বোহার নেতৃত্বে দাতা সংস্থা কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধীদল, সন্দ্বীপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা চৌধুরী জেসী, মগধরা ইউপি চেয়ারম্যান জনাব এসএম আনোয়ার হোসেন,সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ খান,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দীন বিন জমির উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার ও পেলিশ্যার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জাহিদ সারোয়ার শিমুল, ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক নুরুল আলম মিল্টন, সন্দ্বীপ থানা তাঁতী লিগের যুগ্ন আহব্বায়ক মোঃ আবুল কাসেম কন্ট্রাকটর, ইউনিয়ন পরিষদের সহকারী সচিব আলহাজ্ব আক্তার হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!