সন্দ্বীপে কােভিড-১৯ প্রতিরোধে এসডিআই কর্তৃক অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন।

0 ২৪০

সন্দ্বীপ প্রতিনিধিঃ সন্দ্বীপে লীড এনজিও হিসেবে খ্যাতি অর্জন কারী বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই কর্তৃক কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক সচেতনতামুলক কর্মসূচীর আওতায় স্বাস্থ্য বিভাগকে ৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান ও সাধারন জনগনের মাঝে ৫ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২ আগষ্ট উপজেলা কমপ্লেক্স গেইটে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ফজলুল করিম ও উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া।এছাড়াও এসডিআই ক্রেডিট প্রোগ্রামের সকল শাখা ব্যবস্থাপক,রিকল ২০২১ প্রজেক্ট এসডিআই,সমৃদ্ধি প্রজেক্ট ও প্রবীনদের জীবনমান উন্নয়ন কর্মসুচীর সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে এসডিআই’র আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ শুভেচ্ছা বক্তব্যে বলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলে প্রায় ২ যুগের অধিক কাল ধরে বিচ্ছিন্ন ইউনিয়ন উড়ির চর সহ পুরো সন্দ্বীপে ঋন কার্যক্রমের পাশা পাশি অনেক গুলো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ করে আসছে।সকল দুর্যোগে রেখেছে প্রশংসনীয় ভুমিকা।তারই ধারাবাহিকতায় আজ বৈশ্বিক মহামারী প্রতিরোধে এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক মহোদয়ের নিদ্দেশক্রমে আজকে এই অক্সিজেন সিলিন্ডার,মাস্ক ও স্যানিটাইজার বিতরন হচ্ছে।পর্যায়ক্রমে এসডিআই’র ৬ টি ব্রাঞ্চের মাধ্যমে পুরাে সন্দ্বীপ জুড়ে এ সমস্ত সামগ্রী সাধারন মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন সন্দ্বীপে অনেকগুলো এনজিও কাজ করলেও এসডিআই এর সকল কাজ গুলো দৃশ্যমান।তারা শুধু ঋন প্রদান কর্মকান্ডে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনেক অবকাঠামো স্থাপন সহ মানবিক ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।আজকের এ বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় তাদের এ ব্যতিক্রম উদ্যোগ প্রমান করে তারা সময়ের চাহিদা বিবেচনা রেখে সব সময় সঠিক কাজটি বাস্তবায়নের জন্য হাতে নেয়। তাই এসডিআই সাধারন জনগন সহ সকল সরকারী,বেসরকারী কর্মকর্তাদের কাছে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।এসডিআই’র এ কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এসডিআই’র কার্যক্রম আরো বেগবান ও প্রসার লাভ করবে আমরা সে প্রত্যাশা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!