সন্দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন অসহায় পরিবারে নৌবাহিনীর ত্রাণ বিতরণ।

0 ১৭৭

রহিম মোহাম্মদঃ দেশের উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত সকল কন্টিনজেন্ট স্থানীয় প্রশাসনের সহায়তায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’এ ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলমান রেখেছে।

এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৩১মে সোমবার দুপুরে উপজেলার সন্তোষপূর, দীর্ঘাপাড় ও আমান উল্লাহ ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সময় এ সব ইউনিয়নের প্রায় ৩৭০ টি দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ বক্স বিতরণ করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ। এ ছাড়া করোনায় কর্মহীন মানুষের মাঝেও তারা ত্রান সহায়তা প্রদান করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!