সন্দ্বীপে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)এর আহবায়ক কমিটির অনুমোদন।

0 ৫১০,৬০৮

সন্দ্বীপে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ)সন্দ্বীপ কমিটি অনুমোদিত হয়েছে।সাবেক ছাত্রনেতা ও উত্তরজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপনকে সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস কামাল বাবুকে সাধারণ সম্পাদক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি গঠনকল্পে আলোচনা সভা শহীদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাংবাদিক ইলিয়াস কামাল বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল আকতার।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আকতার আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব দিয়ে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসদ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে হবে।এসময় দলের সন্দ্বীপ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসভায় ২৪সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন যা ফেনীতে অনুষ্ঠিত হবে সেখানে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং জাসদের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের মত সন্দ্বীপেও মশাল মিছিলের সিদ্ধান্ত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!