সন্দ্বীপে ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ কর্তৃক “তোমায় রাখিবো স্মরণ” এর মোড়ক উন্মোচন করেন সাংসদ মিতা

0 ৩০০,৩৭৭

সন্দ্বীপে ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ সন্দ্বীপ কর্তৃক প্রকাশিত স্মরনিকা “তোমায় রাখিবো স্মরণ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য কলেবরে। ১৪ আগষ্ট কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উক্ত স্মরনিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, মেয়র মোক্তাদের মাওলা সেলিম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি মোঃ বেলাল উদ্দিন।যৌথ ভাবে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ও প্রকাশনা কমিটির আহব্বায়ক সুফিয়ান মানিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল মাওলা, ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, বিশিষ্ট্য ব্যবসায়ী শাহ -আকবর হেলাল। এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন।এছাড়াও পদার্থ বিজ্ঞান ও বহুল পঠিত বিভিন্ন রাজনৈতিক কলাম লেখক ছিলেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান।তাই এ স্মৃতি সংসদ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের মাঝে এ স্মরনিকার মাধ্যমে ওনার বর্নাঢ্য কর্মময় জীবন তুলে ধরবে। তাই সংসদের সকলের এ মহতি কর্মকান্ডে ব্যতিক্রম প্রতিভা গড়ে উঠার প্রেরণা যোগাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!