সন্দ্বীপে মাতৃভুমি ক্লাবের উদ্যোগে গাছের চারা ও বীজ বিতরন সম্পন্ন

0 ২২২

বাদল রায় স্বাধীনঃ “দাও ফিরে সে অরণ্য,লও এ নগর”কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই অাহব্বানের মতো বৃক্ষরোপনকে গুরুত্ব দিয়ে বৃক্ষ রোপন কর্মসুচী পালন করেছে মাতৃভূমি ক্লাব।গতকাল ৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দক্ষিণ পশ্চিম চৌকাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি ও বিভিন্ন মানুষের কাছে বিনামূল্যে চারাগাছ ও বীজ বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উক্ত ক্লাবের সভাপতি মোঃ শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সকল সদস্যবৃন্দ সহ নানা শ্রেনীর পেশার মানুষ।গ্রামের মানুষের মধ্যে গাছের গুরুত্ব তুলে ধরতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মাধ্যমে সংগঠনের ১ম কাজের যাত্রা শুরু করেছে মাতৃভূমি ক্লাব।

গাছের চারা ও বীজ বিতরন কালে বক্তারা বলেন গাছের বহুমুখী উপকারিতা রয়েছে।গাছ আমাদের অক্সিজেন দেয়,জলবায়ু পরিবর্তন রোধে ভুমিকা রাখে।এছাড়াও গাছের কাঠ ও লতা পাতা বিভিন্ন আসবাব তৈরি,ঔষধ হিসেবে ব্যবহার করা হয়,এবং গাছ মানুষকে ছায়া দিয়ে প্রশান্তি দেয়।গাছের ফল মানুষের শরীরের পুষ্টি সাধন করে এবং বিক্রিত ফলের টাকা অর্থনৈতিক সাপোর্ট হয়।অতএব আমরা বেশী করে গাছ লাগাবো এবং পরিবেশ রক্ষায় ভুমিকা রাখবো।শিক্ষা,ক্রিড়া ও সামাজিক কাজ করার লক্ষ্যে নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু বলে উল্লেখ করেন ক্লাবের সদস্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!