সন্দ্বীপে সিএনজির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতের ১০৫০০/-(দশ হাজার পাঁচ শত)টাকা জরিমানা।

0 ২০০,৩০৯

সন্দ্বীপে সিএনজির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতের ১০৫০০/-(দশ হাজার পাঁচ শত)টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলায় বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়ায় চলে আসছে সিএনজি।অনেকবার সোস্যাল মিডিয়ায় লেখালেখি হলে এর কোন প্রতিক্রিয়া আসে নাই।শুধু সিএনজি নয় মোটরসাইকেল,ট্রাক,ট্রলি সহ কোন যানবাহনেরই বৈধ কাগজপত্র নেই এবং ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্সও নেই।

আজ সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে কাগজপত্র ছাড়া সিএনজি ও লাইসেন্স ছাড়া ড্রাইভার।এসময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কোন বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ২১টি সিএনজি অটো রিকশাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায়(০৬ টি মামলা) সহ ১০,৫০০/-(দশ হাজার পাঁচ শত)টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী সরকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মঈন উদ্দিন।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উক্ত জরিমানার বিষয়ে সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,সিএনজির কাগজপত্র নেই,ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই এবং বাড়তি ভাড়া আদায়ের দায়ে এই ৬ টি মামলা ও অর্থাদন্ড দেওয়া হয়।আগামীতেও আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!