সন্দ্বীপ চ্যানেলে আটকা পড়া ফেরি ২৪ ঘণ্টা পর উদ্ধার।

0 ৭০০,০০৪

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের চরে আটকে যাওয়া বিআইডব্লিউটিএ’র ফেরি কপোতাক্ষ’কে উদ্ধার করা হয়েছে।আজ বুধবার(১৫ অক্টোবর)সকাল ৮টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী দুটি টাগ বোট ও একটি এক্সাভেটরের মাধ্যমে ফেরিটি চর থেকে সরানোর কথা নিশ্চিত করেছেন ফেরি কপোতাক্ষ মাস্টার সাইফুল ইসলাম।

জানা যায়,গতকাল মঙ্গলবার(১৪ অক্টোবর)সাতটার দিকে ফেরিটি যাত্রী ও যানবাহনসহ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছাকাছি চরে আটকে যায়।ফলে পরবর্তী পারাপারের সব সিডিউল বাতিল করা হয়।

ওই সময় বিকল্প উপায়ে ফেরি থেকে যাত্রীদের নামানোর ব্যবস্থা করা হলেও ফেরিতে থাকা যানবাহনগুলো নামানো সম্ভব হয়নি।আজ বুধবার ফেরি চলাচল স্বাভাবিক হলে পন্টুনে পৌঁছার পর এসব যানবাহনগুলো নামানো হয়।এদিকে চট্টগ্রামের (বাঁশবাড়িয়া)সীতাকুণ্ডে যাত্রার উদ্দেশে মঙ্গলবার থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে অপেক্ষায় আছে যানবাহনের দীর্ঘ লাইন।

ফেরি মাস্টার সাইফুল জানান,ভাটা হয়ে যাওয়ার কারণে আজ বুধবার সকালে ট্রিপ দেওয়ার সম্ভাবনা নাই।একটি ড্রেজার পৌঁছার কথা রয়েছে।

গত কয়েক মাস ধরে গুপ্তছড়া ঘাটের মুখে ড্রেজিং না হওয়ার কারণে চরের সৃষ্টি হয়েছে।ফলে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

ফেরি কর্তৃপক্ষ নিরুপায় হয়ে জোয়ার-ভাটার সময় অনুযায়ী ট্রিপ চালাতে বাধ্য হচ্ছে।এ নিয়ে যাত্রীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।ড্রেজিং শুরু হলে রুটে নাব্যতা ফিরে আসবে এবং ফেরী চলাচল স্বাভাবিক হবে এরকম আশা করছেন এ রুটের যাত্রীসাধারন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!