সন্দ্বীপ পৌরসভা কর্তৃক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরান খতম,আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৫ আগষ্ট জাতীর জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ পৌরসভা কর্তৃক কোরান খতম আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।
আজ ১৫ আগষ্ট সকালে পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম।এ সময় অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র সফিকুল মাওলা,কাউন্সিলর যথাক্রমে আবু তাহের,আলাউদ্দিন বাবলু,মহব্বত বাঙ্গালী,দিদার,পারভেজ আলম,মোক্তাদের মাওলা ফয়সাল,শাকিল উদ্দিন খোকন সহ সকল মহিলা কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা কোরান খতম ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজীবন পাকিস্থানী শাসক গোষ্ঠীর গোলামী করতে হতো।নেতৃত্ব দেওয়া ও পদ পদবীতে আসীন হওয়াতো দূরের কথা আজীবন শ্রমিক হিসাবেও মুল্যায়ন পেতামনা।কিন্তু যার কারনে আজ আমরা এতো কিছু পেলাম সে মহান নেতা বঙ্গবন্ধুকে হত্যা করে তারা দেশকে আবারো হায়েনাদের নিয়ন্ত্রনে নিতে চেয়েছিলো।কিন্তু তারা সফল হয়নি। তবে এখনো সবাই ঘাপটি মেরে আছে। তাই আমরা সতর্ক থাকতে হবে।এবং সেই শ্রেষ্ঠ নায়কের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন সহ ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।