সন্দ্বীপ মেডিকেল সেন্টারে ৮০ টাকার ক্যাটগাট ৫০০ টাকায় বিক্রি

0 ২৪০

বাদল রায় স্বাধীনঃ সার্জারীর পর ক্ষতস্থানে সেলাই দেওয়ার জন্য একটি সুতা জাতীয় উপকরন ব্যবহার হয় যার নাম Catgut।একটা ক্যাটগাটের খুচরা দাম কোম্পানী ভেদে সর্বোচ্চ ৫০-৮০ টাকা মাত্র।এটিতে মুল্য লেখা থাকেনা বলে সুযোগ বুঝে অনেক অসাধু ব্যবসায়ী ১৫০-১৮০ টাকা পর্যন্ত বিক্রি করে।কিন্তু সেটার ও ৫ গুন বেশী দামে অর্থাৎ ৫০০ টাকা মুল্যে সে ক্যাটগাট বিক্রির প্রমান মিলেছে সন্দ্বীপ মেডিকেল সেন্টারের বিরুদ্ধে।গত ৪ সেপ্টেম্বর একজন রোগীর ঔষধ ক্রয়ের বিলে সেটা স্পষ্ট।আর এই নিয়ে সোসাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠলে সন্দ্বীপের কয়েকটি বড় বড় ঔষধের দোকানে ফোন করে জানা যায় এটি ৮০ টাকা বিক্রি করলেও ক্রয় মুল্য কম হওয়ায় অনেক লাভ থাকে।কিন্তু সেই লাভের সীমা অতিক্রম করে তার মুল্য ৫ শত টাকা কেটে নেওয়াকে অনেকে এটিকে মেডিকেল সেন্টার না বলে কসাই খানা হিসেবে উল্লেখ করছেন এবং এমন একটি প্রতিষ্ঠানের সাথে জড়িতদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।তাতে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

এ বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষকের কাছে ফোনে জানতে চাইলে তারা বলেন এটি লকডাউন চলাকালীন সময়ে ঔষধ সংকটের কারনে আরো ১৫ দিন আগের কেনা।তাই বেশী দামে কিনতে হয়েছে বলে আমরা এতো বেশী নিতে হয়েছে।

কিন্তু এমন বক্তব্যে কোনমতে সন্তুষ্ট হওয়া যায়না বলে মন্তব্য করছেন অনেকে।সাথে সাথে সিজারিয়ান অপারেশন সহ বিভিন্ন রোগী থেকে গলাকাটা বিল নেওয়া হয় মর্মেও অভিযোগ করছেন অনেকে।এমন একটি প্রতিষ্ঠানের এ অনৈতিক বিল গ্রহন বন্ধে এখনি প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য যে সার্জারীর পর ক্ষতস্থানে সেলাই দেয়ার জন্য যে সূতা জাতীয় জিনিস ব্যবহার করা হয় এদেরকে Suturing Material বলা হয়।এদের বিভিন্নভাবে শ্রেনীবিভাগ করা যায়। তার মধ্যে একটি হল শরীরে মিশে যাওয়ার ক্ষমতার ওপর ভিত্তি করে।Absorbable suturing materialNon absorbable suturing material.যেসব সূতা নন এবসর্বেবল(যেমন সিল্ক) সেগুলো দিয়ে সেলাই দিলে কিছুদিন পর সেই শুকিয়ে যাওয়া সেলাই ডাক্তার কেটে দিতে হয়।ক্যাটগাট হল এবসর্বেবল ম্যাটেরিয়াল,অর্থাৎ শরীরে মিশে যায়।এটা দিয়ে সেলাই দিলে সেটা কাটতে হয় না।

শরীরের ইন্টার্নাল অর্গানে যেমন পাকস্থলী,অন্ত্র ইত্যাদিতে সেলাই দিতে ক্যাটগাট ব্যবহার হয়।যদিও বর্তমানে এর ব্যবহার কমে এসেছে অনেক কারন এর চেয়ে উন্নত ম্যাটেরিয়াল বাজারে এভেইলেবল।তবুও এর গুরুত্বপূর্ন প্যারাডাইম শিফটিং প্রভাব এখনো রয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!