সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর মানববন্ধন।

0 ২১৬

নিজস্ব প্রতিনিধিঃ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা হামলার প্রতিবাদের ঝড় উঠেছে বিশেষ করে রাঘববোয়ালদের দুর্নীতির চিত্র উন্মোচনকারী প্রথম আলোর সিনিয়র রির্পোটার সাংবাদিক রোজিনা ইসলাম একজন সরকারী আমলা কর্তৃক হেনস্তা ও অমানবিক নির্যাতন ও স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা আইনের নামে রাষ্ট্রের নিরাপত্তার বিঘ্নিত হওয়ার অজুহাতে একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অপরাধ ঢাকতে মামলায় জড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ রিপন সহ সকল সদস্য সদস্যা বৃন্দ।

চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্পাদক এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ স্বাস্থ্যখাতে অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবী করেন।আজ বৃহস্পতিবার সকাল ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাব এর সামনে সকল সাংবাদিক মানববন্ধন উপস্থিত থেকে প্রতিবাদ জানান।

এই সময় চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্পাদক বক্তব্যে বলেন,সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একশ্রেণির উচ্চাভিলাষী আমলা সরকারের ভিতর থেকে নানা ধরনের দূর্নীতি করে দেশের সম্পদ লুটেপুটে নিয়ে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত এদের ব্যপারে সতর্ক থাকার জন্য সরকারের প্রতি আহবান করেন।এই সময় চট্টগ্রাম সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক নুর হোসেন,দপ্তর সম্পাদক এম এ মান্নান,সিনিয়র সাংবাদিক কামাল হোসেন,মহিলা সম্পাদক শারমিন সান্তা,সদস্য রতন বড়ুয়া,ফরিদা সীমা,জয়িতা বড়ুয়া সহ অনেকে বক্তব্য রাখেন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব,চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সদস্যসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

‌সাংবাদিক আবুল কালামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সহ সম্পাদক সোহাগ আরেফিন।কেন্দ্রীয় গণযোগাযোগ সম্পাদক কাইছার ইকবাল ও বিএমএসএফ চট্টগ্রাম জেলার দপ্তর সম্পাদক এম এ আশরাফ,জেলা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জুনায়েদ হাসান,চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও বাবলু বড়ুয়া বক্তব্য রাখেন।চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন সভাপতি জামাল চৌধুরী সহ সংগঠনটির অনেকে বক্তব্য রাখেন।মানবাধিকার নেত্রী মৌ সহ মানবাধিকার নেত্রীবৃন্দ বক্তব্যে রাখেন,মানববন্ধনে সকল নেত্রীবৃন্দ বক্তব্যে সাংবাদিক রোজিনা নিঃশর্ত মুক্তি চাই সহ অপরাধকারীদের বিচার বিভাগীয় তদন্ত পূর্বক শাস্তি নিশ্চিত করার আহবান করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!