সাইদুল ইসলামের কবিতা”বাসনা বিলাস

0 ২২৪

বাসনা বিলাস
সাইদুল ইসলাম

কালো মেঘে আজি ঢাকিছে আকাশ বৃষ্টি নামিছে ঝাঁপি,
বায়ু বেগে থর থর কাঁপিছে বনভূমি দ্যুলোক ভূলোক ব্যাপি।

মৌসুমী বায়ু আজি হইয়াছে উতল
শাখে শাখে দোল দিতেছে প্রবল

চারদিকে অঝোরে ঝরিছে বারি তীব্র মুশলধারায়
রিমঝিম সুরে বাজিছে বাঁশরি বন বৃক্ষের চূড়ায়।

চারদিকে যেন আঁধারের ঘোর
মাতাল হাওয়া বহিতেছে জোর

তপ্ত ধরণী শিহরিয়া উঠিছে সিঞ্চিত জলে সিক্ত
হেলিয়া দুলিয়া খেলিছে শাখী মেঘ মন্থনে তৃপ্ত।

কেয়া বনে আজি ফুটিয়াছে ফুল
জলভারে নদীর ভাসিতেছে কুল

জল কলরবে মাতিয়া ছুটিয়াছে খালে বিলে অবিরত
মৎস্য শিশুরা উৎসবে আজি জল কেলিতে মত্ত।

গগনে গগনে বাজিছে ডঙ্কা
জনমনে যেন জাগিছে শঙ্কা।

শ্রাবনের মেঘ মল্লারে আজি উথলে উঠেছে প্রাণ
মেঘ মুখরিত বাদলের দিনে বিহঙ্গ গাহিছে গান।

একাকী নির্জনে গৃহ কোণে বসি
ভাবনার রাশি মনে উঠিছে ভাসি

আজি ভরদুপুরে নিশীথের আঁধার যেন ঘিরিয়াছে চারিপাশ
ঘনঘোর বরিষণে আজ জাগে মনে যত সুপ্ত বাসনা বিলাস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!