সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মত বিনিময় সভা ও নতুন কমিটি ঘোষণা।

0 ১২৯

সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।গতকাল বৃহস্পতিবার(১২ই জানুয়ারী)সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকার তায়েফ রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ১৯৭২ ব্যাচের মোকাদ্দেসুল মাওলা,১৯৭৫ ব্যাচের নুরুচ্ছাপা,১৯৭৭ ব্যাচের একেএম জসিম উদ্দিন, ১৯৮১ ব্যাচের মোস্তফা কামাল, ১৯৮৩ ব্যাচের জামশেদুর রহমান,১৯৮৪ ব্যাচের মঞ্জুর আলম,মুজিবুর রহমান তালুকদার,১৯৮৫ ব্যাচের জসিম উদ্দিন,নজরুল ইসলাম,১৯৮৮ ব্যাচের তাওহিদুল মাওলা,মহিউদ্দিন,আবু সোহরাব,১৯৮৯ ব্যাচের সালেহ উদ্দিন রাজু,১৯৮৯ ব্যাচের সাহেদ সারওয়ার শামীম,১৯৯১ ব্যাচের এম এ হাশেম,কামরুল হাসান,আশরাফ হোসাইন,১৯৯২ ব্যাচের প্রশান্ত কুমার সাহা,নিজাম উদ্দিন,১৯৯৩ ব্যাচের দিলওয়ার হোসাইন,১৯৯৫ ব্যাচের মোকাররম রহমান,১৯৯৭ ব্যাচের মোঃ সাইফুল আজম, ১৯৯৯ সালের দেলোয়ার হোসেন বেলাল,রাসেল রায়,আশরাফুল আজম,২০০০ ব্যাচের মাহবুবুল ইসলাম সুমন,২০০৪ ব্যাচের শাহীন ইবরাহিম,২০০৫ ব্যাচের মিলাদ হোসাইন,২০০৫ ব্যাচের আবু সায়েদ ফুয়াদ,২০০৬ ব্যাচের নাজমুল রাজু।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের নব গঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।উক্ত কমিটির সভাপতি ১৯৭৫ ব্যাচের ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ১৯৮৪ ব্যাচের মনজুর আলম।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি ১৯৭৭ ব্যাচের একেএম জসিম উদ্দিন,সহ-সভাপতি পদে রয়েছেন ১৯৭৮ ব্যাচের ডাঃ মাহবুবুর রহাম ব্যাচ,১৯৮৪ ব্যাচের এড. মোঃ মুজিবুর রহমান তালুকদার,১৯৮৪ ব্যাচের ইঞ্জিনিয়ার নিজামুল মাওলা ভুট্টো।

যুগ্ম সাধারণ সম্পাদক ১৯৮৮ ব্যাচের তৌহিদুল মাওলা তনু,যুগ্ম সাধারণ সম্পাদক ১৯৯১ ব্যাচের মোঃ কামরুল হাসান,সাংগঠনিক সম্পাদক১৯৮৫ ব্যাচের মোঃ জসিম উদ্দিন,অর্থ সম্পাদক ১৯৮৯ ব্যাচের সালেহ উদ্দিন রাজু,দপ্তর সম্পাদক ২০০০ ব্যাচের মাহবুবুল ইসলাম সুমন,প্রচার ও প্রকাশনা সম্পাদক ১৯৯৮ ব্যাচেট সুজিত সাহা,শিক্ষা ও গবেষণা সম্পাদক ১৯৯০ ব্যাচের ইঞ্জিনিয়ার মোঃ আবুল মেহেরাজ,সমাজ কল্যাণ সম্পাদক ১৯৯৫ ব্যাচের ফরহাদুল আলম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ১৯৯৫ ব্যাচের আবু হেনা মোঃ মহসিন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১৯৯১ ব্যাচের এম এ হাশেম আকাশ,মহিলা বিষয়ক সম্পাদক ১৯৭৭ ব্যাচের রাহেনারা ফেরদৌসী খানম শিরিন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১৯৮৮ ব্যাচের ডাঃ আনোয়ার হোসেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ১৯৭৫ ব্যাচের মোঃ ইউসুপ,১৯৮১ ব্যাচের মোঃ মোস্তফা কামাল,১৯৮৩ ব্যাচের জামশেদুর রহমান,১৯৮৪ ব্যাচের
ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,১৯৮৪ ব্যাচের ডাঃ কোরবান আলী,১৯৮৬ ব্যাচের মোঃ আলমগীর সারওয়ার,১৯৮৭ ব্যাচের মোঃ মিজানুর রহমান,১৯৮৭ ব্যাচের মোঃ কামরুল আনোয়ার,১৯৮৮ ব্যাচের কাজী মামসাদ,১৯৮৮ ব্যাচের আবু সোহরাব,১৯৮৯ ব্যাচের
শাহেদ সারওয়ার শামীম,১৯৯২ ব্যাচের প্রশান্ত সাহা,১৯৯২ ব্যাচের ফখরুল ইসলাম পনির,১৯৯৩ ব্যাচের দিলওয়ার হোসেন,১৯৯৭ ব্যাচের সাইফুল আজম, ১৯৯৯ ব্যাচের দেলোয়ার হোসেন,২০০৪ ব্যাচের শাহীন ইব্রাহিম,২০০৫ ব্যাচের আবু সাঈদ ফুয়াদ,২০০৬ ব্যাচের নাজমুল হোসাইন রাজু।

অনুষ্ঠানের শেষে নব গঠিত কমিটির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!