সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ রবি এবং এয়ারটেল এর বিপুল পরিমাণ রেজিস্টার্ড ও এক্টিভ সিম সহ ১ জন গ্রেফতার

0 ২৩২
সিএমপি’র মহানগর গোয়েন্দা(বন্দর)বিভাগের অভিযানঃ রবি এবং এয়ারটেল এর বিপুল পরিমাণ রেজিস্টার্ড ও এক্টিভ সিম সহ ১ জন গ্রেফতার।উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর)মোঃ ফারুক উল হক,পিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর)আবু বক্কর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর)মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬/০৩/২০২১খ্রীঃ বিকাল ০৪:৪০ ঘটিকায় নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রবি ও এয়ারটেল মোবাইল ফোনের ৭০০ রেজিস্টার্ড সিম উদ্ধার সহ মোঃ শাহজাহান(৩৭) কে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত শাহজাহান কে জিজ্ঞাসাবাদে তিনি জানান একসময় তিনি বন্ধ হয়ে যাওয়া সিটিসেল কোম্পানিতে চাকরি করতেন।তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে উত্তরবঙ্গের কয়েকটি জেলা থেকে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম অভিনব কৌশলে গ্রাহকদেরকে বোকা বানিয়ে রেজিস্টার্ড ও এক্টিভ করে গ্রাহকদের না দিয়ে উচ্চমূল্যে কালোবাজারি,প্রতারক ও অপরাধীদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করতেন।
অভিযানে উদ্ধারকৃত রবি ও এয়ারটেলের ৭০০টি মোবাইল সিম বগুড়া থেকে কক্সবাজারস্হ রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করার উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে আনা হয়েছে মর্মে জানা যায়।এসব কাজের পেছনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কেউ সংযুক্ত থাকতে পারে মর্মে ধারণা করা হচ্ছে।উদ্ধারকৃত সিম গুলোর সংগ্রহ প্রক্রিয়া,উৎস ও ক্রেতা-বিক্রেতার পরিচয় উদঘাটন সহ পুরো সিন্ডিকেটের রহস্য উন্মোচনে গোয়েন্দা(বন্দর)বিভাগের অভিযান অব্যাহত আছে।এ সংক্রান্তে সিএমপি’র কোতোয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!