সিএমপির ১৫ থানার ওসির রদবদল

0 ১,০০০,০০৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি)১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি)বদলি ও পদায়ন করা হয়েছে।শনিবার(৬ ডিসেম্বর)এক অফিস আদেশে এ রদবদল করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার(জনসংযোগ)আমিনুর রশিদ।

অফিস আদেশে বলা হয়েছে,কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়,পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়,সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়,বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়,বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়,চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায়,খুলশী থানার ওসি শহীনুর আলমকে কর্ণফুলী থানায়,ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়,হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়,আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়,পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়,কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায়,বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা মডেল থানায়,পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়,ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় এবং চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিটিএসবি)পদে সংযুক্ত করা হয়েছে।তবে ইপিজেড থানায় নতুন করে কাউকে পদায়ন করা হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!