সিরাজগঞ্জ জেলার পৌর নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ ৮ ফেব্রুয়ারী।

0 ২৪৪

শাহাদত হোসেন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ ৮ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। গত ১৬ই জানুয়ারী ২০২১ইং তারিখে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় ধাপে বিভিন্ন জেলার পৌরসভা নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৮ই ফেব্রুয়ারী (সোমবার) স্থানীয় সরকারের গেজেট অনুযায়ী সিরাজগঞ্জ জেলার মোট ৫টি পৌরসভার বিজয়ী মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হবে। গতকাল ১লা ফেব্রুয়ারী রাজশাহী বিভাগের স্থানীয় সরকার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শপথ বাক্য পাঠ করাবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ু্ন কবীর। অনুষ্ঠানটি রাজশাহী সদরের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান উপলক্ষে সকল নির্বাচিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরবৃন্দদের দুপুর ২.৩০মিনিটে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধির শপথ গ্রহণের পূর্ব শর্ত হলো সম্পদ বিবরণী দাখিল করা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালকের নির্দেশানুযায়ী সংশ্লিষ্ট পৌরসভায় নির্বাচিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারন কাউন্সিলরদের আগামী ০৪/০২/২০২১ তারিখের মধ্যে সম্পদ বিবরণী সংশ্লিষ্ট ইউএনও অফিসে জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এবার সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভা থেকে মেয়র হিসেবে ০১জন, সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ০৫জন এবং সাধারন কাউন্সিলর হিসেবে ১৪জন শপথ নিতে যাচ্ছেন। ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান নিহত হওয়ার ঐ ওয়ার্ডের পূণরায় নির্বাচন ২৮শে ফেব্রুয়ারী তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া রায়গঞ্জ পৌরসভা থেকে মেয়র পদে ০১, সংরক্ষিত কাউন্সিলর ০৩, সাধারণ কাউন্সিলর ০৯জন। উল্লাপাড়া পৌরসভা থেকে মেয়র পদে ০১জন, সংরক্ষিত কাউন্সিলর ০৩, সাধারণ কাউন্সিলর ০৯জন। বেলকুচি পৌরসভা থেকে মেয়র পদে ০১জন, সংরক্ষিত কাউন্সিলর ০৩, সাধারণ কাউন্সিলর ০৯জন। কাজিপুর পৌরসভা থেকে মেয়র পদে ০১জন, সংরক্ষিত কাউন্সিলর ০৩, সাধারণ কাউন্সিলর ০৯জন। এ নিয়ে শুধু সিরাজগঞ্জ জেলা থেকে মোট ৭২জন প্রতিনিধি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩.৩০মিনিটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!