সীমান্ত বিরোধ ও ভূমি সমস্যার সমাধানে সরকারের সিদ্ধান্ত শীঘ্রই।

0 ৩০০,০০৫

সন্দ্বীপের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ, নতুন ভূমি সংক্রান্ত জটিলতা এবং কুমিরা-গুপ্তছড়া নৌরুটের ড্রেজিং সমস্যা সমাধানে সরকার শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে সন্দ্বীপের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সন্দ্বীপের একটি প্রতিনিধি দল।বৈঠকে নোয়াখালীর সঙ্গে সীমান্ত বিরোধ মীমাংসা,নতুন উদ্ভূত ভূমি নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং কুমিরা-গুপ্তছড়া রুটে সারা বছর ড্রেজিং কার্যক্রম চালু রাখার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় উপস্থিত সরকারি কর্মকর্তারা প্রতিনিধি দলকে জানান,উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত জানাবে।

সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন,সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন, বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুনর্বাসন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান লিংকন এবং সমাজকর্মী মাহবুবুল মাওলা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!