হাতিয়ায় জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত

0 ২৭৬

নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলাধীন,বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮শত কেজি জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায় বয়ারচর চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮শত কেজি জাটকা ইলিশসহ মোট ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান।

জব্দকৃত মাছ গুলো জেলা মৎস্য অফিসার মোঃ ইকবাল হোসেন,উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস,কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট ইফতেকারুল আলম এর উপস্থিতিতে এতিমখানায় এবং দুস্থ পরিবারের লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।এছাড়া জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়ে ফেলা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!