হাতিয়ায় মোহাম্মদ আলী কলেজে প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের নিয়োগ পত্র প্রদান।

0 ২২৬

হাতিয়ায় মোহাম্মদ আলী কলেজ প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের আনুষ্ঠানিক নিয়োগ পত্র প্রদান ও মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৯ ডিসেম্বর)সকালে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়া দ্বীপ সরকারী কলেজে মোহাম্মদ আলী কলেজ প্রভাষক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আনুষ্ঠানিক নিয়োগ পত্র প্রদান ও মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব
মোহাম্মদ আলী।আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট কেফায়েত উল্লাহ,মোহাম্মদ আলী কলেজের উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ এনামুল হক‌,হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ তোফায়েল হোসেন,পৌরমেয়র
কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন হাতিয়ার বয়ারচর যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা পাস করে ঐ সকল শিক্ষার্থীগণ খাসেরহাট সৈকত ডিগ্রি কলেজ,সোনাপুর ডিগ্রি কলেজ এবং ছাত্র ছাত্রীদের নদী পারাপার হতে খুবই কষ্টকর।

এছাড়া হাতিয়ায় এসে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে।তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়।তাই গরীব মেধাবী শিক্ষার্থীরা ভালো পড়াশোনার সুযোগ সুবিধা পায় সেই লক্ষ্যে ভয়ারচর আলী বাজার আমি মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করি।এই কলেজে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে গরীব ছাত্র ছাত্রীদের জন্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!