হালিশহরে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে আকবরকে।

0 ৭০০,০০৪

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে এক যুবককে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার(৭ নভেম্বর)রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান,নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী।প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি।হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে।কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান,হালিশহর এলাকা থেকে আহত এক যুবককে চমেকে আনা হয়।জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!