হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী শ্যামা পূজা আজ।

0 ২৯৪

 সাহা লক্ষ্মীপুর: হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী শ্যামা পূজা আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পুজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনা মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই স্বাস্থবিধি মেনে প্রতি বছরের ন্যায় এবারও এ পূজা অনুষ্ঠিত হবে। পূরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালি নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন তাইএটিকে বলা হয় দীপাবলী। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়।বিশেষ করে কালী পূজা মধ্যরাত্রে হয়ে থাকে।রামগতি উপজেলার কয়েকটি মন্ডপে কমিটিদের সাথে কথা বলে জানা যায় শনিবার রাত ৯টা ৩০ মিনিটে এখানে সিমিত পরিসরে পূজা আরম্ভ হবে। এবছর স্বাস্থবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মায়ের চরণে পুস্পাঞ্জলি প্রদান করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!