১নং জলমা ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে সাবেক চেয়ারম্যানও আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর মোল্যা।

0 ৩২১

মোঃ খাইরুজ্জামান সজিবঃখুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন দিন, যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আগামী মার্চ এপ্রিল মাসে অনুষ্টিত হবে নির্বাচন। এ, নির্বাচনে ১নং জলমা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে চেয়াম্যান পদ প্রার্থী। হয়েছেন সাবেক, চেয়ারম্যানও আওয়ামীলীগ নেতা বিশিষ্ট, সমাজ সেবক জনদরদী মানবতার ফেরিওয়ালা আব্দুল গফুর মোল্যা। তিনি ইতিমধ্যে সামাজিক গনমাধ্যম সহ বিভিন্নভাবে গনসংযোগ শুরু করেছেন। তিনি দলমত নির্বিশেষে ১ নং জলমা ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা দিতে ৩য় বারের মতো চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানান ১নং জলমা ইউনিয়নে ৯/টি ওয়ার্ডে কোন ভাবেই মাদক,চোরাকারবারী, সন্ত্রাসী, ভূমিদস্যুর, অপকর্মকারী কারোরে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবেনা। ৯টি ওয়ার্ডে বেশ কিছুস্থানে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মানুষের চলাচলে পড়তে হতো ভোগান্তিতে আমি আমি চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় সেটি উন্নয়ন করেছি এছাড়াও ৯টি ওয়ার্ডে বিভিন্ন, মসজিদ মাদরাসা স্কুল, কলেজ, মন্দিরের ব্যাপক উন্নয়ন করেছি।আমি আপনাদের সুখে দুঃখে সব সময় ছিলাম আছি থাকবো। এভাবেই ১ নং জলমা ইউনিয়ন, বাসীর সেবা করে যেতে চাই ইনশাল্লা। আমি নিজের ভাগ্য পরিবর্তন করতে প্রার্থী হইনী আমি প্রার্থী হয়েছি ১ নং জলমা ইউনিয়নের উন্নয়ন করতে

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!