১০ই মহররম উদ্যাপন উপলক্ষে বালাঘাটা শাখার আয়োজনে শোহাদায়ে কারবালা মাহ্ফিল

0 ২২১

মোহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধিঃ শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ বান্দরবান বালাঘাটা শাখার আয়োজনে পবিত্র আহ্লে বাইতে রাসুল(সাঃ)স্বরণে ৪র্থ তম শোহাদায়ে কারবালা মাহ্ফিল-২০২০অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এই মাহ্ফিল চলে।বালাঘাটা বাজার প্রাঙ্গনে মাহ্ফিলের আয়োজন করা হয়।মাহ্ফিলে প্রদান বক্তা হিসেবে দিক নির্দেশনামূলক হেদায়তী ওয়াজ ও নচিহত প্রদান করেন খতিবের হাট কাদেরীয় তৈয়্যাবিয়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মুফতি মাওরানা মু: গোলাম কিবরিয়া।

বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন ঢাকা বাড্ডা যুন নুরাইন মডেল একাডেমী’র সহ-সুপার মাওলানা মোহাম্মদ মারুফ রেজা,বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা করেন চট্টগ্রাম পটিয়া-নয়াহাট কাশিয়াইশ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী।হযরত আব্দুল কাদের জিলানী(রহ) মসজিদের খতিব মাওলানা আলী আকবর।বান্দরবান খানকায়ে সৈয়্যাদিয়া তৈয়্যাবিয়া তাহেরিয়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর।এছাড়াও মাহফিলে স্থানীয় ওলামাগণ আলোচনা পেশ করেন। মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন।

মাহ্ফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাহের সাওদাগর।মাহ্ফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ বান্দরবান সদর উপজেলা সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাছির উদ্দীন সওদাগর।মাহ্ফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আছহাব উদ্দীন,জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোঃ ছৈয়দ নূর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন।

মাহফিলে নাতে রাসুল(স:)পরিবেশন করেন শায়ের মাহফুজ রেযা কাদেরী।এছাড়াও মাহ্ফিলে সার্বিক সহযোগিতা ও অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান বালাঘাটা শাখার মোঃ ফারুক আহাম্মদ,মোহাম্মদ হাসেম,মো: হাসেন,মো: হাসান,মোহাম্মদ বেলাল উদ্দিন,মোঃ আব্দুর রহিম,মোহাম্মদ নুর হোসেন,মোঃনুর হোসেন সহ এলাকার এক ঝাঁক ইসলাম প্রিয় যুবকগণ এবং কমিটির অন্যান্য সদস্যগণ।

মাহফিলে বক্তারা বলেন,পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য মাহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে পাঠানো একটি সংবিধান,এই কোরআনের মধ্যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তা প্রকাশ করেছেন মাহান আল্লাহ,ইসলাম একটি শান্তির ধর্ম,ইসলামে জঙ্গীবাদ-সন্ত্রাস,বোমা বাজদের কোন স্থান নেই,মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ইসলামে হারাম।

মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে আসার কারণে সারা বিশ্বে জুলুম,অত্যাচারের শিকার হচ্ছে।ওলামায়েকরা আরো বলেন,ইসলামে মর্হুরম মাসের শিক্ষা অপরীসীম,এই মাসেই হযরত মুহাম্মদ(সাঃ) অতিপ্রিয় দহিত্র নাতি ইমাম হাসান ইমাম হোসে কারবালা প্রান্তরে ন্যায়ের জন্য শহীদ হয়েছিলেন,তাঁরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নি তাঁরা চাইলে ইসলামে শত্রু এজিদের প্রস্তাবে রাজি হয়ে আরাম আয়েশের জীবন যাপন করতে পারত,কিন্তুু তাঁরা সেটা না করে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে ন্যায়ের পক্ষে লড়তে লড়তে মহান আল্লাহর রাস্তায় শাহাদত বরন করে সারা পৃথিবীর মানুষকে ন্যায়ের পক্ষে থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন।

মাহফিলের সভাপতি সমাজ সেবক নাছির উদ্দীন সওদাগর এর সমাপনী বক্তব্য প্রদান শেষে মিলাদ পড়ানো হয়।পরিশেষে দেশ ও মানব জাতির কল্যানে মাহ্ফিলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!