২৯৪ বোতল ফেনসিডিলসহ চট্টগ্রামে দুজন আটক

0 ৬৮৭,৯৭৪
নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।এ সময় তাদের কাছ থেকে ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।শনিবার (১লা এপ্রিল)তাদের আটক করা হয়।আটকরা হলেন রানা মিয়া ও অনিক হোসেন।তারা দুজনই কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)মো. নুরুল আবছার।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ২৯৪ বোতল ফেনসিডিলসহ রানা মিয়া ও অনিক হোসেনকে আটক করা হয়েছে।তাদের কাছ থেকে উদ্ধার করা ফেনসিডিলের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
আটক রানা মিয়ার বিরুদ্ধে নগরের বন্দর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। তাদের দুজনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!