৩২৫ কোটি টাকা আত্মসাৎ,বিএনপির আসলাম চৌধুরীর ভাই গ্রেপ্তার।

0 ৬৮৭,৯৮১

৩২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় চট্টগ্রামের আলোচিত-সমালোচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই জসীম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি)দিবাগত রাতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বিএনপির কারাবন্দি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই।

এই বিষয়ে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) নুরুল আবছার বলেন,জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ জুলাই বেসরকারি এবি ব্যাংক থেকে ৩২৫ কোটি টাকা আত্মসাতের দায়ে দুদক চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা করে।মামলাটি বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন।

এ মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দীন চৌধুরীকে ৩ নম্বর আসামি করে ২০১৭ সালে চার্জশিট দাখিল করা হয়।চার্জশিট গঠনের পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!