৫’শ জেলে পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজি

0 ২২৬

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নে জেলেপাড়াবাসীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার (২৫ জানুুয়ার) বিকালে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জেলে পাড়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ৫শত জন গরীব-অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য করোনাভাইরাস থেকে বেঁচে উঠা ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী। ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুলের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীরীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন সুজ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ইয়াসিন আরাফাত মুন্নাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামিলী, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। এই সময় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজি বলেন আমি সব সময় আমার এলাকার গরীব দূখি মানুষের পাশে থাকি, অতীতে ও ছিলাম, বর্তমানে ও আছি আর আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে ও থাকবো। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আবার আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। ইউপি সদস্য ইয়াসিন আরাফাত মুন্না বলেন আমি ইউপি সদস্য হিসাবে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমার ওয়ার্ডের মানুষের পাশে থেকে সহযোগিতা করে যেতে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ভবিষ্যতে ও। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে আমার দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!