৫৩ বছরের রাজনৈতিক জীবনে ১ টাকার অবৈধ সম্পদও অর্জন করিনিঃ মেয়র রেজাউল করিম।

0 ৩৮৭,৭৪৯

৫৩ বছরের রাজনৈতিক জীবনে ১ টাকার অবৈধ সম্পদও অর্জন করেননি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। সোমবার (৩০ মে) দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ নগর যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৫৩ বছরের রাজনৈতিক জীবনে কোনদিন ১ টাকার অবৈধ সম্পদও অর্জন করিনি। কোনদিন অসৎ পথে যাইনি। সম্পদের পিছনে ছুটিনি। আজও বুকে হাত রেখে বলতে চাই কোনওদিন কোনও অনিয়মে যাব না। অবৈধ সম্পদ অর্জন করব না। শেখ হাসিনা যে আস্থা রেখে আমাকে নৌকার মনোনয়ন দিয়ে মেয়র করেছেন তাঁর সেই আস্থার শতভাগ দাম দিয়ে যাব।’

 

তিনি আরও বলেন, ‘আজকে টাকা দিলেই ব্যক্তির নামে স্লোগান হয়। ‘৭৫ এর আগে অনেকের নামে স্লোগান হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার পরে সবাই চলে গেছে। সুবিধাবাদীরা পালিয়ে গেছে। সাধারণ কর্মীরা পার্টিকে বাঁচিয়ে রেখেছে। ‘৭২ সালে চট্টগ্রাম কলেজের সভাপতি ছিলাম আমি। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।’

 

যুবলীগ চেয়ারম্যানকে ইঙ্গিত করে চসিক মেয়র বলেন, ‘আপনার শরীরে শেখ ফজলুল হক মণির রক্ত প্রবাহিত। মনে রাখবেন, আমরা বঙ্গবন্ধুর রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করছি। এখনো চোখের সামনে বঙ্গবন্ধুর ছবি ভেসে ওঠে। আজকে ওই বসন্তের কোকিলেরা যুবলীগে বসার চেষ্টা করবে। ছাত্রলীগে বসার চেষ্টা করবে। তাই সুবিধাবাদী শ্রেণিকে পার্টি থেকে বিদায় করে ত্যাগীদের নিয়ে কমিটি করে সম্মেলন করুন।’

 

মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। উদ্বোধক ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা ছিলেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

 

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

 

বিশেষ বক্তা ছিলেন আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মোহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক, সাইফুর রহমান সোহাগ, কাজী মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!