৮১ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

0 ২০১

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৮ জন।এ পর্যন্ত করোনায় ছয় হাজার ৪১৬ জনের মৃত্যু হলো।২৪ ঘণ্টায় দুই হাজার ১৮৩ জন এবং এখন পর্যন্ত তিন লাখ ৬৪ হাজার ৬১১ জন সুস্থ হয়েছেন।গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৪১৯ জন।এখন পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৭৬০ জন শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা গত ৮১ দিনের মধ্যে সর্বোচ্চ।এর আগে গত ২ সেপ্টেম্বর শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৫৮২ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৪০টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এখন পর্যন্ত ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত হয়েছে।শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮১ দশমিক ০৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং সাত জন নারী। এখন পর্যন্ত চার হাজার ৯৩০ জন পুরুষ এবং এক হাজার ৪৮৬ জন নারী মারা গেছেন।সর্বশেষ মারা যাওয়া ২৮ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়,৬০ ঊর্ধ্ব ২১ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন মারা গেছেন।বিভাগ বিশ্লেষণে দেখা যায়,তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন,চট্টগ্রাম বিভাগে চার জন,রাজশাহীতে দুই জন এবং সিলেটে একজন রয়েছেন।তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!