0 ৮৮

আসা-যাওয়া

ইসমত আরা খানম”কোহিনূর

——————————-

মহামিলনের সন্ধিক্ষণে স্ববেগে ছুটে আসা একফোঁটা পানির পরিস্ফুটিত রূপ আজকের এই আমি… আঁধার অন্তপুরীতে ধিকিধিকি জমে উঠা রক্ত বিন্দু মাংস পিন্ডের মহাজোযনে আমি আত্মার উপস্থিতি…. অস্থায়ী অন্তপুরীর স্বল্পমেয়াদি আমি মর্ত্যের আলো-হাওয়ায় নিরূপিত অনুগ্রহ উপভোগের সৌভাগ্যের হকদার কিয়ৎকাল…. একটু একটু করে এগিয়ে চলেছি অনিকেত প্রান্তরের দূর্গম অভিমুখে… অশনিসংকেত নিঃশব্দে কড়া নাড়ছে চলমান জীবনের রুদ্ধদ্বারে… একদিন হটাৎ করেই পাড়ি দেবো গহীন আঁধারে, প্রানহীন অসাড় একাকী নিরালায় সফেদ কাফনে মুড়িয়ে – এই আমি…. অনন্ত অপেক্ষা শুধু খেল তামাশার খেলাঘরে পড়ে থাকা এই ক্ষনিকের ভুবনে ওপাড়ের অলিখিত ফরমানের পথ চেয়ে…. নশ্বর পৃথিবীতে অনন্ত স্মৃতির ক্যানভাসে আঁকা থেকে যাবে শত সহস্র কর্মের সাদাকালো আঁচড়ের দুর্বোধ্য স্মৃতিচিহ্ন….

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!