‘ফ্রি ফায়ার গেম’ খেলতে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

0 ১০৮,৩৫৭

চট্টগ্রামের রাউজানে ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে সিফাত(১৫)নামে এক কিশোর আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার(৩১ মার্চ)বিকেল ৪ টায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।সিফাত ওই এলাকার প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।সে উত্তর গুজরা বায়তুল উলুম মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, ‘ফ্রি ফায়ার গেম’ খেলতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় মায়ের ওড়না প্যাঁচিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। ওই কিশোর ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।

রাউজান থানার উপ-পরিদর্শক মনির বলেন, ‘ফ্রি ফায়ার গেম’ আসক্ত কিশোরকে বকা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।তার মরদেহ এখনো রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!