আইস অব সিএমপি” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের সুফল পাচ্ছে সেবা প্রত্যাশীরা”

0 ২০০,২৫১

সাজিয়া আফরিন(৩৬),ইউনিয়ন ব্যাংকের সিনিয়র অফিসার।তিনি গত ১৩ই মে ৭.৪৫ মিনিটের সময় ষোলশহর ২নং গেইট থেকে সিএনজি যোগে জামালখানের উদ্দেশ্যে রওয়ানা করেন।

 

তিনি জামালখান দমফুঁক নামক রেষ্টুরেন্টের সামনে সিএনজি থেকে নেমে সিগন্যাচার নামক রেষ্টুরেন্টে প্রবেশ করেন।রেষ্টুরেন্টে বসার পর লক্ষ্য করেন তার সাথে থাকা লেডিস ব্যাগ(বেনিটি ব্যাগ)সিএনজিতে ফেলে এসেছেন।

 

কিন্তু ততক্ষণে সিএনজি স্থান ত্যাগ করে।তার লেডিস ব্যাগে ০১টি Samsung মোবাইল সেট,নগদ ৭,০০০/- টাকা ও ১টি ডেভিট কার্ড সহ কিছু অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ছিল।তিনি দিশেহারা হয়ে ছুটে আসেন কোতোয়ালী থানায়।

 

অভিযোগ প্রাপ্তির পর কোতোয়ালী থানার এসআই আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থল ও আশপাশ এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করেন।

 

পরবর্তীতে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ পূর্বক সাজিয়া আফরিনের সিএনজিতে ফেলে যাওয়া লেডিস ব্যাগটি উল্লেখিত জিনিসপত্র সহ উদ্ধার করেন।

 

পরবর্তীতে ১৪ই মে হারানো ব্যাগটি উদ্ধার করে সাজিয়া আফরিন এর নিকট হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!