সন্দ্বীপে উন্নয়ন সংস্থা এসডিআই এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন

0 ৩৮৮,১০৭

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিআই বিভিন্ন কর্মসুচী পালন করেছে।কর্মসূচীর মধ্য ছিলো কালো ব্যাজ ধারন, গাছের চারা বিতরন, মেডিকেল ক্যাম্প, শিক্ষা বৃত্তি প্রদান এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল।এসডিআই এর মাইক্রো ক্রেডিট ও সমৃদ্ধি প্রকল্প সহ মোট ৬ টি শাখায় উক্ত কর্মসুচী পালন করা হয়েছে।

১৫ আগষ্ট সকালে এসডিআই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ। কবি ও সংবাদ কর্মী বাদল রায় স্বাধীনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সালা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, শামসুদ্দিন বেচু কন্ট্রাকটর।দোয়া মাহফিল পরিচালনা করেন বশিরিয়া মাদ্রাসার এতিম খানার শিক্ষক মাওলানা সালাউদ্দিন। এ সময় এসডিআই এর বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ সহ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ১৫ আগষ্ট জঘন্য বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়ে পাকিস্থানী দোসররা সে স্বপ্ন ভেঙ্গে দিলেও স্রষ্টার একান্ত ইচ্ছায় ওনার দুই কন্যা জীবিত ছিলেন।ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ সে সোনার বাংলা দিন দিন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আমরা আজকের দিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!