চুরির মালামাল সহ জিল্লাল আটক করেন দাশের হাটপুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন

0 ১৮৩

জসিম উদ্দিন রুবেলঃ গত ২৩শে অগাস্ট রোজ রবিবার সালেহা বেগম(৪৫),স্বামী মৃত মোজাম্মেল হক,লক্ষীপুর জেলার চন্দ্রগন্জ থানার ১২ নং চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গড়াইঙ্গার বাড়ির বসত ঘরের দরজা ভাঙ্গিয়া ৩২ ইঞ্চি এলইডি টিভি চুরির ঘটনা ঘটে।

সালেহা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তির নামে মামলা করেন।উক্ত এজাহারের প্রেক্ষিতে চন্দ্রগন্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দীন মামলার তদন্তভার দাশের হাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মফিজ উদ্দিনের উপর অর্পণ করেন।মোঃ মফিজ উদ্দিন এবং তার সঙ্গীয় ফোর্স দূরদর্শিতায় চন্দ্রগন্জ থানার অফিসার ইনচার্জ মোঃজসিম উদ্দীনের সার্বিক সহযোগিতায় চুরিকৃত মালামাল সহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।গ্রেফতারকৃত ব্যাক্তি একই বাড়ির মোহাম্মদ জিল্লাল(২৮),পিতা মফিজ উল্যাহ।দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন জানান গ্রেফতারকৃত জিল্লাল ও তার ছোট ভাই গোলাম মাওলা এলাকায় বিভিন্ন চুরি ও অপকর্মের সাথে জড়িত।

অবশেষে আজ জিল্লাল কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।আমার এলাকায় কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না বলে জানান দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজ উদ্দিন।

এদিকে গ্রেফতার হওয়া জিল্লালের ছোট ভাই গোলাম মাওলা সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন রুবেল কে ফোন করে হুমকি দেয় যাতে নিউজ না করেন।হুমকি দেওয়া ব্যক্তিও চোর বলে আগেই দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজ উদ্দিন জানিয়েছেন।নিউজ করলে মেরে ফেলবে,কেটে ফেলবে এমন কথা বলেছেন গ্রেফতার হওয়া জিল্লালের ছোট ভাই গোলাম মাওলা।০১৮৮৯-২৩৭৯১৭ এই নাম্বার থেকেই হুমকি দিয়েছে গোলাম মাওলা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সাংবাদিক কে হুমকি দেওয়া ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়।এই গোলাম মাওলার নামেও থানায় মামলা আছে বলে জানান দাশের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন।তিনি আরো জানান আমরা তাকেও খুঁজতেছি কিন্তু গোলাম মাওলা পলাতক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!