চন্দ্রগঞ্জ থানার বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই আসামী গ্রেফতার।


লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বিশেষ অভিযান পরিচালনায় পৃথক পৃথক অভিযানে মাদকসহ দুই আসামীকে গ্রেফতার করছে পুলিশ।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আকতার হোসেনের দিক নির্দেশনায় সদর সার্কেল সাহেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন দেওপাড়া অভিযান করে এক শীর্ষ সন্ত্রাসী রাসেল(২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামী রাসেলের নামে থানায় একাদিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।অস্ত্র,চুরি, অপহরণ,মাদকসহ একাদিক মামলা রয়েছে তার নামে। রাসেল দেও পড়া নুরমিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে।
তার স্বীকারোক্তি অনুযায়ী দেওপাড়া মোল্লা বাড়ির জামেমসজিদ এর পিছনে পরিত্যক্ত ঘর থেকে একটি দেশিও তৈরি এলজি,একটি পাইব গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ৯ নং উত্তর জয়পুর ২নং ওয়ার্ড থেকে কুক্ষাত মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী ইসমাইল ওরফে প্রকাশ বেলজিয়াম সুমনকে গ্রেপ্তার করা হয়।সুমন কংশনারায়নপুর আবদুর রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।সুমনের তথ্যের ভিত্তিতে ২ রাউন্ড নাইন এম,এম এর গুলি ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুইজনকে ভিন্ন ভিন্ন মামলায় আদালতে সোপর্দ করার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এসময় অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান বলেন,আমার থানা এলাকায় কোনোপ্রকার অপরাধ মুলুক কার্যক্রম চলবেনা।আমি যতদিন দায়িত্বে আছি ততদিন সকল অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো আর তাই সবাই সাবধান হয়ে যান।কাউকে ছাড় দেবো না সে যে দলেরই হোক না কেন।সেবাই আমার ধর্ম,সেবাই আমার কর্ম।
এছাড়া তিনি আরো বলেন,এই থানা থেকে যাওয়ার পরেও মানুষ যাতে আমাকে মনে রাখে সেই কাজ করে যাবো আমি।যেখানে অপরাধ সেখানে অভিযান চলবে। আপনারা আমাদের ফোন দিয়ে তথ্য দিয়ে সহায়তা করবেন শুধু,পুলিশ আপনার তথ্য গোপন রাখবে।