গ্লোবাল টিভির বার্তা প্রধান হলেন নাজনীন মুন্নী।

0 ১,০০০,০২৫

দেশে প্রথমবারের মতো কোনো স‍্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান হিসেবে যোগ দিলেন একজন নারী। সাংবাদিক ও উপস্থাপক নাজনীন মুন্নী গ্লোবাল টেলিভিশনে সম্প্রতি যোগ দিয়েছেন বার্তা প্রধান হিসেবে।

নাজনীন মুন্নী ২০০৬ সালে ‘দৈনিক সংবাদ’ এ রিপোর্টার হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা জীবন শুরু করেন। দেশের প্রথম স‍্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশন দ্বিতীয় দফায় সম্প্রচারে আসার পর সেই চ‍্যানেলে যোগ দেওয়ার মধ‍্য দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় হাতেখড়ি তার। ‘একুশে বিজনেস’ অনুষ্ঠান করে শুরুতেই তিনি ব‍্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

এরপর তিনি একে একে দেশের জনপ্রিয় সব সংবাদভিত্তিক চ‍্যানেল- যমুনা টিভি,চ‍্যানেল২৪,নিউজ ২৪,ডিবিসি এবং একাত্তর টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করেন।একই সাথে রাজনৈতিক বিষয়ক টক শো করে তিনি জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন।সবশেষ তিনি ডিবিসি নিউজে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!