হাতিয়ায় শশুর বাড়ী থেকে আটক সদ্বীপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি।

0 ১,০০০,৩৪১

নোয়াখালী হাতিয়ায় শশুর বাড়ী থেকে আটক হলেন সদ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদন।বৃস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে আটক করে হাতিয়া থানা পুলিশ।

আটাক আলাউদ্দিন বেদন চট্রগ্রামের স›দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।সে সদ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেিলেন।

হাতিয়া থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি বিশেষ টিম।এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরো ১৫-২০ জন সহযোগী।আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এই বাড়ীতে পালিয়ে ছিলেন।সে একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)একেএম আজমল হুদা বলেন,আটক আলাউদ্দিন বেদনকে কোটহাজতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে।তার সাথে থাকা সহযোগিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!