বাঁশবাড়িয়া ফেরিঘাটে ডুবে যাওয়া পন্টুনে ফেরি চলাচলে বিঘ্ন,যাত্রীদের ভোগান্তি চরমে।

0 ৭০০,০০৪

বাঁশবাড়িয়া লো ওয়াটার ফেরিঘাটে পন্টুন ডুবে যাওয়ার ফলে ফেরি চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।এতে যাত্রী ও যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে ব্যাপক দুর্ভোগ ও অসন্তোষ।

সূত্র জানায়,জোয়ারের সময় ফেরি যখন হাই ওয়াটার পন্টুন থেকে ছাড়ে, তখন পাশ দিয়ে ডুবে যাওয়া লো ওয়াটার পন্টুনের কারণে পানির গুণায়ন সৃষ্টি হয়।এর ফলে ফেরির চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে এবং নিয়ন্ত্রণ রাখতে অসুবিধা হচ্ছে।

ডুবে যাওয়া লো ওয়াটার পন্টুনটি কার্যত অকেজো হয়ে পড়ায় বর্তমানে বাঁশবাড়িয়া ঘাটে শুধুমাত্র হাই ওয়াটার ঘাট ব্যবহার করা হচ্ছে।ফলে,সন্দ্বীপ প্রান্তেও হাই ওয়াটার ঘাট ব্যবহার করতে হচ্ছে। কিন্তু জোয়ারে সন্দ্বীপের হাই ওয়াটার ঘাটসংলগ্ন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি ভিড়লেও যাত্রী ও যানবাহন নামতে পারছে না। এতে করে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে,সৃষ্টি হচ্ছে ভোগান্তি।

ফেরি চলাচলে এ ধরনের বাধা ও যাত্রীসাধারণের দুর্ভোগে চালক ও যাত্রীদের মাঝে অসন্তোষ বাড়ছে।এ অবস্থায় স্থানীয়দের দাবি, বাঁশবাড়িয়া প্রান্তে ডুবে যাওয়া পন্টুনটি দ্রুত উদ্ধার করে ঘাটটি পূনঃস্থাপন ও ব্যবহার উপযোগী করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী যাত্রী ও পরিবহন চালকরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!