সন্দ্বীপ পৌরসভায় তেগবাজ ব্রিজ ভেঙে যান চলাচলে বিঘ্ন।

0 ১,০০০,০৭০

সন্দ্বীপ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তেগবাজের গৌ ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে যাওয়ায় কয়েক ঘণ্টার জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুরাতন সন্দ্বীপ টাউন থেকে চৌমুহনী বাজারমুখী সড়কের উপর অবস্থিত এ ব্রিজটি সোমবার(৪ আগস্ট)সকাল ৯টার দিকে ভেঙে পড়ে।একটি ট্রাক, যাতে পৌর মার্কেট থেকে প্রায় ২০০ ব্যাগ মালামাল ছিল।হরিশপুরের দিকে যাওয়ার সময় ব্রিজের মাঝখানে ধসে পড়ে।এর ফলে উভয় দিক থেকে যানবাহন আটকে যায় এবং সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে কাঠের পাটাতন বসিয়ে অস্থায়ীভাবে যান চলাচল চালু করেন।তবে মোটরসাইকেল আর অটোরিকশা ছাড়া আর কোন ভারি যানবাহন চলার উপযুক্ত করা সম্ভব নয়।

ব্রিজটির পূর্ব পাশে রয়েছে পৌরসভা অফিস,পৌরসভা মার্কেট ও কার্গিল সরকারি হাইস্কুল,পশ্চিমে সন্দ্বীপ মডেল স্কুল অ্যান্ড কলেজ,দক্ষিণে বাতেন মার্কেট এবং উত্তরে পুরাতন সন্দ্বীপ টাউন।

জানা গেছে,২০০৮ সাল থেকে ব্রিজটি তিন দফায় নির্মাণ করা হলেও এটি ইতিমধ্যে ছয়বার ভেঙে পড়েছে।প্রতিবারই সিমেন্ট দিয়ে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছে,যা দীর্ঘমেয়াদী সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান,২০০৮ সাল থেকে কয়েকবার ব্রিজটি বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে।স্থায়ীভাবে সমাধান না করায় আজ আবারও একই অবস্থা।স্থায়ী ভাবে সমাধান করতে হলে এই ব্রিজটি ভেঙে নতুন করে ব্রিজ করতে হবে।

স্থানীয় বিএনপি নেতা ও পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনউদ্দীন বলেন,আমরা আর কাঠের পাটাতন দিয়ে চলাচল করতে চাই না।ব্রিজটি দ্রুত সংস্কার করতে হবে।এটি আমাদের মাননীয় উপদেষ্টার জন্মস্থানের পাশেই অবস্থিত,তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করি।

স্থানীয় বিএনপি নেতা মনির তালুকদার বলেন,আমরা যতটুকু জানি এই ব্রিজটি কয়েকবার ভেঙে পড়েছে।প্রতিবারই সামান্য সিমেন্ট দিয়ে সংস্কার করে।এই পর্যন্ত ৬বার ভেঙে পড়েছে।প্রতিবারই আলাদা আলাদা জায়গায় ভেঙে পড়ে।আমরা স্থায়ী সমাধান চাই।

এ বিষয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোরশেদ আলম জানান,ব্রিজটি ব্যবহারযোগ্য রাখতে পৌর প্রশাসকের সঙ্গে পরামর্শ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া বলেন,আমরা ইতিমধ্যে ব্রিজটি পরিদর্শন করেছি। আপাতত এটি ঝুঁকিপূর্ণ বিধায় শুধুমাত্র রিকশা ও সাইকেল চলাচল করতে পারবে।ভারী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে এই ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করা জরুরি।আর জরুরি ভিত্তিতে সংস্কার না করলে হাজার হাজার মানুষের দূর্ভোগের সীমা থাকবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!