গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আটক ৫

0 ৭০০,০৪৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার(৮ আগস্ট)ভোর থেকে এখন পর্যন্ত অভিযান চালিয়ে ওই পাঁচজনকে পুলিশ আটক করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহীন খান জানান,সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।গত বৃহস্পতিবার(৭ আগস্ট)রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন(৩৮)ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

অনলাইনে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়,এক যুবক এক তরুণীকে মারধর করছেন।এ সময় ৬-৭ জন যুবক চাপাতি,রামদা ও ছুরি নিয়ে ওই যুবককে কোপানোর চেষ্টা করেন।এক পর্যায়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যান।তখন অস্ত্র হাতে ওই ৬-৭ জন যুবক পেছন থেকে তাকে ধাওয়া করেন।

পুলিশের ধারণা,এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।এ সময় তাকে ধাওয়া দিলে তুহিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।কিন্তু কিছু সময় পর একটি দোকানের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম-উত্তর)রবিউল হাসান বলেন,অন্যজনকে মারধর করার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আসামিদের শনাক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!