চট্টগ্রামে লায়ন্স ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দিনব্যাপী মানবসেবামূলক কার্যক্রম।

0 ৭০০,০০৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর গাউসিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসায় দিনব্যাপী মানবসেবামূলক একাধিক কার্যক্রম সম্পন্ন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী,লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী ও লায়ন্স ক্লাব অব চিটাগং পাইওনিয়ার।শনিবার(১৮ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রুপ নির্ণয় এবং জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়।

চক্ষু শিবিরে ২ হাজার ৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়,এর মধ্যে ২১০ জনকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য নির্বাচিত করা হয়।পাশাপাশি প্রায় ৫ শতাধিক মানুষের ডায়াবেটিস ও সমপরিমাণ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলির সভাপতি লায়ন আব্দুল্লাহ আল মামুন এমজেএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।

বিশেষ অতিথি ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ,প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ,কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহিদুল্লাহ,রিজিওন চেয়ারপারসন লায়ন নিশাত ইমরান,লায়ন আনিসুর রহমান,জোন চেয়ারপারসন লায়ন এমএইচ ধাহ বেলাল,লায়ন সায়মা সুলতানা,লায়ন শারমিন সুলতানা মৌ,ক্লাব প্রেসিডেন্ট লায়ন হেলেনা ইয়াসমিন,লায়ন আকতার ফারুক ও লায়ন এসএম আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মো. রফিক,রায়পুর গাউসিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন ফয়সাল মিয়া, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও সামাজিক সংগঠন ‘প্রিয় রায়পুর’-এর নেতৃবৃন্দ এবং সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন(সিবিএ)-এর সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।

লায়ন্স ক্লাবের নেতারা জানান,মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগ নিচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!