আজিমপুর ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

0 ৭০০,০১৩

উপকূলীয় এলাকা সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজা মিয়ার বাড়িতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর বিকাল ৩টায় এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের পার্টনারশিপে পরিচালিত ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স (CCR) প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার বাদল রায় স্বাধীন।

বৈঠকে নারী, পুরুষ ও কিশোর-কিশোরীসহ মোট ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে নারী নির্যাতনের বিভিন্ন ধরন, কারণ ও তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহের সামাজিক ও মানসিক ক্ষতি, এর মূল কারণ, প্রতিকার এবং সমাজে সচেতনতা তৈরির কৌশল নিয়েও মতবিনিময় করেন।

আলোচক বাদল রায় স্বাধীন বলেন, “নারী ও শিশু নির্যাতন কিংবা বাল্যবিবাহ রোধে সবচেয়ে বড় শক্তি হলো আমাদের সচেতনতা। প্রত্যেকে যদি নিজ পরিবার ও আশপাশে সচেতনতা তৈরি করতে পারেন, তাহলে সমাজ থেকে এসব অনাচার দূর করা সম্ভব।”

তিনি আরও বলেন,“জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার দরিদ্র জনগোষ্ঠী ঝুঁকির মুখে পড়ছে। ফলে পরিবারগুলো অর্থনৈতিক চাপে পড়ে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিচ্ছে। এই প্রবণতা রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

বৈঠকের অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগ, যেমন — জাতীয় হেল্পলাইন ১০৯, আইনি সহায়তা কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের ভূমিকা সম্পর্কেও অবহিত হন।

শেষে উপস্থিত সবাই প্রতিজ্ঞা করেন — নিজেদের পরিবার ও সমাজে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!