
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব(BCPC)ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।সোমবার(১ ডিসেম্বর)রাজধানী ঢাকার মিরপুর-১০ নম্বরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব(BCPC)প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব(BCPC)কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন,ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন,দৈনিক গণ জাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব উদ্দিন,শিক্ষাবিষয়ক সম্পাদক ও দৈনিক মাতৃজগতের বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ ভুঁইয়া(তাপস),প্রচার সম্পাদক সৈয়দ উসামা বিন শিহাবসহ আরও অনেকে।অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি খান সেলিম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়,এটি জাতির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি।সাংবাদিকতা ন্যায়,সত্য,মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের নাম।ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে এখানকার সংবাদকর্মীরা পেশাদারিত্ব,নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মান আরও উঁচুতে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জনগণের সমস্যাকে প্রাধান্য দিয়ে সাহসিকতার সঙ্গে সংবাদ তুলে ধরার আহ্বান জানান এবং সাংবাদিকদের উন্নয়ন,সুরক্ষা,প্রশিক্ষণ ও অধিকার রক্ষায় কেন্দ্রীয় কমিটি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা,ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ,তথ্য যাচাই ও অনুসন্ধানী প্রতিবেদনের দক্ষতা বৃদ্ধি,তরুণ সংবাদকর্মীদের পেশাগত দিকনির্দেশনা এবং আইনগত সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু—এসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি কাজ করবে।তারা জানান,প্রতি মাসে নিয়মিত সেমিনার,ট্রেনিং এর আয়োজন করা হবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি(২০২৫–২০২৭)নবগঠিত কমিটির অনুমোদিত তালিকায় সভাপতি হিসাবে রয়েছেন জানে আলম,সহ-সভাপতি আবুল কালাম ইউসুফ,মাসেকুর রহমান,সাধারণ সম্পাদক আবদুল্লা আল সাঈদ,সহ-সাধারণ সম্পাদক সালমান হোসেন,সাংগঠনিক সম্পাদক ছালেক আহাম্মেদ তারেক,সহ-সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া,অর্থ সম্পাদক রুবেল মিয়া,সহ-অর্থ সম্পাদক শারমিন ইসলাম,দপ্তর সম্পাদক খাদেমুল ইসলাম(জীবন),
প্রচার সম্পাদক আরিফ চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক এস এম খোকন,মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা বেগম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুদ আযহার,আইন বিষয়ক সম্পাদক জাহিদুল মনির,সমাজকল্যাণ সম্পাদক স্বপন আহমেদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন,তথ্য ও গবেষণা সম্পাদক সুফল আমিন,ত্রাণ সম্পাদক হিরা আলম,দুর্যোগ ও পরিবেশ সম্পাদক তোফাজ্জল ইসলাম,জনশক্তি সম্পাদক সালাউদ্দিন,ক্রীড়া সম্পাদক সোহাগ মোল্লা শিমুল,কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন,হারুন মিয়া,শারমিন জাহান।
নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন,সত্য সংবাদ প্রকাশের পথে বাধা আসলেও থেমে থাকা যাবে না।গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ,আর সংবাদকর্মীরা জনগণের কণ্ঠস্বর।ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
কমিটি ব্রাহ্মণবাড়িয়াসহ সব উপজেলার সাংবাদিকদের উন্নয়নে যেসব উদ্যোগ গ্রহণ করবে।
উপজেলা ইউনিটে প্রেসক্লাব কার্যক্রম সম্প্রসারণ, সাংবাদিকদের আইডি কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরি, আইনগত সহায়তা ইউনিট চালু,জেলা-ভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন উৎসাহনা,জরুরি ঘটনায় র্যাপিড রেসপন্স টিম গঠন,প্রবীণ সাংবাদিকদের সম্মাননা ও কল্যাণ তহবিল চালু,ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ ব্যবস্থা।এসব উদ্যোগ সাংবাদিক মহলে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এই অনুমোদনের মাধ্যমে জেলার সাংবাদিকতা আরও সুসংগঠিত,গতিশীল এবং জনমুখী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।নতুন নেতৃত্ব জেলার সাংবাদিক সমাজকে আরও এগিয়ে নেবে বলেও তারা আশাবাদী।